বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫
 শিরোনাম
জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-১ বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার টিভিতে নির্বাচনি প্রচারে সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশ ইসির রাষ্ট্র পুনর্গঠনের মূল চালিকাশক্তি ডিজিটাল রূপান্তর : তৈয়্যব পোস্টাল ভোটে নিবন্ধন করলেন ৪ লাখ ৫৮ হাজার প্রবাসী ও সরকারি কর্মচারী বাণিজ্য সহযোগিতা নিয়ে বাণিজ্য উপদেষ্টা–দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত, নির্বাচন পর্যবেক্ষণে আসবেন ২০০ পর্যবেক্ষক: ইসি সচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ নতুন এজলাস কক্ষ উদ্বোধন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা আগামীকাল নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন

জাতির জন্য শ্রেষ্ঠতম দিন ১৬ ডিসেম্বর: আইন উপদেষ্টা

জাতির জন্য শ্রেষ্ঠতম দিন ১৬ ডিসেম্বর: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি শ্রেষ্ঠতম দিন। 

তিনি বলেন, এই দিনে আমরা যখন জাতীয় স্মৃতিসৌধে আসি, আমাদের মুক্তিযুদ্ধকালীন  গৌরবগাঁথা, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান এবং দেশ গড়ার যে প্রত্যয়, সেগুলো মনে পড়ে।

আজ মঙ্গলবার সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

ড. আসিফ নজরুল বলেন, ১৬ ডিসেম্বরের প্রত্যয় ছিল দেখেই আমরা ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশকে পুনর্র্নিমাণের একটা সুযোগ করে দিতে পেরেছি।

তিনি বলেন, এখানে এলে ভালো লাগে, শহীদ মুক্তিযোদ্ধা যারা আছেন, আহত মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা ওই সময়ে নানা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসায় মন সিক্ত হয়।