পাপুয়া নিউগিনিতে গোলাগুলিতে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের সবাই ইনগা প্রদেশের দুই আদিবাসী গোষ্ঠীর সদস্য।
দুই গোষ্ঠীর সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। তবে সংঘর্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য জানাতে পারেনি।
বিবিসি জানিয়েছে, ওই অঞ্চলে সাধারণত সম্পদ ও জমিজমা নিয়ে আদিবসী গোষ্ঠীগুলো সংঘাতে জড়িয়ে থাকে। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে ইনগা প্রদেশে।
