বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা অভ্যুত্থানের পর পেঁয়াজ-রসুনসহ ২০টি দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করল এনবিআর উচ্চশিক্ষা বিষয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা শরীয়াভিত্তিক ঋণে যুক্ত হচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক: আসিফ নজরুল গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী কর্মসূচি আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

জামাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করলেন শাশুড়ি!

জামাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা করলেন শাশুড়ি!

দিনাজপুরের বিরামপুরে মেয়েকে প্রতারণাপূর্বক বিয়ের পর যৌতুক দাবি এবং অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির কারণে প্রতারক জামাইয়ের বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি মামলা করেছেন শাশুড়ি।

মামলা সূত্রে জানা যায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার খট্টা মাধাবপাড়া গ্রামের ওবাইদুল ইমর ছেলে মনিরুজ্জামান (৩০) নিজেকে অবিবাহিত ও নৌবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিরামপুর শহরের প্রফেরসরপাড়ার এক তরুণীকে গত বছরের জানুয়ারি মাসে বিয়ে করেন। পরবর্তীতে ওই তরুণী জানতে পারেন, মনিরুজ্জামান একজন চাকরিচ্যুত প্রতারক এবং তার আগের একাধিক স্ত্রী ও সন্তান রয়েছে। 

উপরন্তু প্রতারক মনিরুজ্জামান ১০ লাখ টাকা যৌতুক দাবি করে এবং টাকা না দিলে স্ত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরে ফেসবুকে অন্তরঙ্গ ছবি পোস্ট দিলে তরুণীর মা গত বছরের ২১ ডিসেম্বর পর্নোগ্রাফি আইনে বিরামপুর থানায় জামাই মনিরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন। 

এ ছাড়া সংসারকালীন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এফিডেভিট ও কাজী অফিসের মাধ্যমে মনিরুজ্জামানকে তালাক দেন ওই তরুণী।

এর পরও মনিরুজ্জামান গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় একটি দোকানের সামনে সাবেক শাশুড়ি ও সাবেক স্ত্রীকে দেখতে পেয়ে হাত ধরে টানাহেঁচড়া ও চড়-থাপ্পড় মারে। এ সময় সাবেক শাশুড়ি তার মেয়েকে বাঁচাতে গেলে সাবেক জামাই মনিরুজ্জামান তার হাতের ব্যাগ কেড়ে নেয়। এতে অনেকগুলো টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। 

এ ঘটনায় সাবেক শাশুড়ি আবারও বিরামপুর থানায় অভিযোগ করে প্রতারক জামাইয়ের কবল থেকে রক্ষা ও সুবিচার প্রার্থনা করেছেন।

অপরদিকে অভিযুক্ত জামাই মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে এবং তিনি হাজত খেটে জামিনে রয়েছেন। তালাকের বিষয়টি তিনি জানেন না।