শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প বাংলাদেশের পুলিশ সংস্কারে সহায়তা দেবে আয়ারল্যান্ড প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ: ১০,২১৯টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ বাংলাদেশের প্রথম ‘ফরেস্ট মিউজিয়াম’ এখন লালমাই পাহাড়ে জামালপুরে কৃষি প্রণোদনা পাচ্ছেন ৩৮ হাজার কৃষক জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যনির্বাহী কমিটির ১৪তম সভা সম্পন্ন

পানগাঁও বন্দর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: সালমান এফ রহমান

পানগাঁও বন্দর লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে: সালমান এফ রহমান

রাস্তার উপর চাপ কমাতে নদীপথে কার্গো আদান-প্রদানসহ পানগাঁও বন্দরকে আরো লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সব ধরনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি৷

সকালে বন্দরটির বর্তমান পরিস্থিতি দেখতে পরিদর্শনে যান সালমান এফ রহমান এমপি৷ এসময় আরও উপস্থিত ছিলেন,  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এমপি, চিফ হুইপ,  নূর ই আলম চৌধুরী এমপি,   নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিসহ বন্দরটির উর্ধ্বতন কর্মকর্তারা৷

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী এক মাসের মধ্যে বন্দরটির হ্যান্ডেলিং সমস্যার সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো এই বন্দরটিতে আসলেই শ্রমিকরা আরও বেশি পরিমাণে কাজ পাবে এবং তখনই তাদের সমস্যা সমাধান হবে৷ বেশি পরিমাণে কার্গো যাতে আসে তার জন্য কাজ করছে সরকার৷

বন্দরটির কমিশনারকে সব ধরনের সহযোগিতা করা হবে জানি সালমান এফ রহমান বলেন, কমিশনার কথা দিয়েছেন বর্তমানে চলমান যেসব সমস্যা আছে তার সমাধানে তিনি সব ধরনের উদ্যোগ গ্রহণ করবেন৷

সালমান এফ রহমান এমপি বলেন,  বন্দরটির যেসব সমস্যা ছিল তা আজ আমরা চিহ্নিত করতে পেরেছি আশা করি খুব দ্রুতই এর সমাধান আমরা করবো৷