বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬
 শিরোনাম
মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা: নির্বাচন ১২ ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি ট্রেনের ওপর ক্রেন পড়ায় ২২ জনের প্রাণহানি থাইল্যান্ডে, আহত ৩০ পঞ্চগড়ে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা অভ্যুত্থানের পর পেঁয়াজ-রসুনসহ ২০টি দাম কমেছে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করল এনবিআর উচ্চশিক্ষা বিষয়ে ৩ দিনের দক্ষিণ এশীয় সম্মেলন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা শরীয়াভিত্তিক ঋণে যুক্ত হচ্ছে প্রবাসীকল্যাণ ব্যাংক: আসিফ নজরুল গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে দেশব্যাপী কর্মসূচি আসন্ন নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান: আনসার সদস্যদের প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা

হিজবুল্লাহর ৪০ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের

হিজবুল্লাহর ৪০ স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরাইলের
গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি দখলদার বাহিনীর সামরিক আগ্রাসনের জবাবে ইসরাইলে হামলা শুরু করে হিজবুল্লাহ। যার জবাবে লেবাননে হামলা চালায় ইসরাইলি বাহিনী। সেই থেকে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। এতে উভয় পক্ষেরই বহু হতাহত ও অনেক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। গত সোমবার (২২ এপ্রিল) রাতে ইসরাইলের উত্তরাঞ্চলের সামরিক ঘাঁটিতে বড় ধরনের রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে রকেট হামলার বিষয়টি নিশ্চিত করে গোষ্ঠীটি জানায়, তারা ইসরাইলের আইন জেইটিম ঘাঁটিতে ৯১তম ডিভিশনের ৩য় পদাতিক ব্রিগেডের সদর দফতরে কয়েক ডজন ‘কাতিউশা’ রকেট ছুড়েছে। মূলত সম্প্রতি দক্ষিণ লেবাননের শ্রীফা, ওদাইসেহ ও রাব তলাতিনে হামলাসহ লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রাম ও বেসামরিক বাড়ি-ঘরে চালানো ইসরাইলি হামলার প্রতিক্রিয়ায় এ হামলা চালায় হিজবুল্লাহ। ইসরাইলি সামরিক বাহিনী জানায়, ‘আইন জেইটিম’ অঞ্চলে লেবানন থেকে ছোড়া ৩৫টি রকেট শনাক্ত করা হয়েছে। এতে এক নারী ও এক কিশোরী নিহত হয়। আহত হয় আরও ছয়জন। জবাবে বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ৪০টি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র চালিয়েছে ইসরাইলি বাহিনী। সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ছোড়া রকেটগুলো সীমান্তের কাছে আইতা আশ শাব, রামিয়া, জাবাল বালাত ও খালেট ওয়ার্দা নামে কয়েকটি গ্রামে হিজবুল্লাহর ব্যবহৃত গুদাম, অস্ত্রশস্ত্র ও অন্যান্য লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বুধবার (২৪ এপ্রিল) গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন ২০০তম দিনে গড়ায়। এদিন উত্তর গাজার বেইত লাহিয়াসহ পুরো উপত্যকাজুড়ে প্রচণ্ড হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এতে নতুন করে অনেকেই হতাহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ২৬২ জনে। আহত ৭৭ হাজার ২২৯ জন।