শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে সহস্রাধিক ফ্লাইট বাতিল ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছে: আসিফ মাহমুদ সিপাহী-জনতার অভ্যুত্থান স্মরণে দেশে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুক্তি পেলো জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাজংদের দেউলী উৎসব ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য ফিরিয়ে আনতে ৩ কোটি ৩৮ লাখ টাকার প্রকল্প মধ্য এশিয়ার নেতাদের সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলনে বসছেন ট্রাম্প

ফুচকা খাইয়ে মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বাজিমাত!

ফুচকা খাইয়ে মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় বাজিমাত!

ফুচকা ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। আর যারা এই খাবারটি খেতে ভালোবাসেন তারা এটির থেকে নিজেদের তো বটেই আশপাশে থাকা মানুষদেরও বেশি সময় দূরে রাখতে পারেন না।

এবার এই দুর্দান্ত মুখরোচক স্ট্রিট ফুডটি সাতসমুদ্র তেরো নদী পেরিয়ে পৌঁছাল অস্ট্রেলিয়ায়। সেখানকার মাস্টারশেফ অস্ট্রেলিয়ায় এক প্রতিযোগী বিচারকদের ফুচকা বানিয়ে খাইয়েছেন।

দিন দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে- মাস্টারশেফ অস্ট্রেলিয়ার প্রতিযোগী সুমিত সায়গল সমস্ত বিচারককে ফুচকার বিভিন্ন উপাদান বুঝিয়ে দিচ্ছেন।

সবার আগে ফুচকা কী সেটা বোঝালেন। তারপর পুড়ে কী কী থাকে অর্থাৎ আলু, শুকনো মশলা ইত্যাদি সবটা দেখালেন। এবং সব শেষে দেখালেন মিন্ট আর ধনেপাতা দিয়ে বানানো টক সস।

সব বুঝিয়ে দিয়ে তিনি সেই ফুচকা যখন বিচারকদের পরিবেশন করেন তখন সকলে মুগ্ধ হয়ে যান। ভাষা হারিয়ে ফেলেন সবাই। আর এই ভিডিও দেখেই মুগ্ধ হয়েছেন সকলে। তাদের অনেকে আবার বিভিন্ন মন্তব্যও করেছেন।

এক ব্যক্তি লেখেন, ‘ফুচকা আমাদের সবাইকে এক করে।’

আরেকজন লেখেন, ‘কোনও কুকিং শোতে ফুচকা অ্যালাও করা হয় কী হবে? এটার সঙ্গে কি আদৌ কেউ পেরে উঠবে?’

তৃতীয় এক ব্যক্তি লিখেছেন, ‘এটা স্বর্গ পুরো। আর যারা প্রথম খেলেন তাদের কী অনুভূতি হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে।’