শনিবার, নভেম্বর ৮, ২০২৫
 শিরোনাম
রাজশাহী টিটিসি পরিদর্শন করলেন উপদেষ্টা আসিফ নজরুল রাশিয়ার ভয়াবহ হামলায় বিপর্যস্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে সহস্রাধিক ফ্লাইট বাতিল ১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট থেকে সৃষ্টি হয়েছে: আসিফ মাহমুদ সিপাহী-জনতার অভ্যুত্থান স্মরণে দেশে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস মুক্তি পেলো জাতীয় নির্বাচনের দ্বিতীয় টিজার নেত্রকোণায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাজংদের দেউলী উৎসব ভোটকেন্দ্রের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা জানতে চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নবম দিনের শুনানি চলছে আফগানিস্তান-পাকিস্তান সীমান্ত বিরোধের কেন্দ্রবিন্দুতে ডুরান্ড লাইন

গোপনে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী

গোপনে বিয়ে ও সন্তানের বিষয়ে মুখ খুললেন রুক্সিণী

টলিউড জনপ্রিয় জুটি দেব-রুক্সিনীর প্রেমের কথা কারও অজানা নয়। তারা নিজেরাও স্বীকৃতি দিয়েছেন তাদের সম্পর্ককে। নেটিজেনরা উপভোগ করেন দুজন প্রেম।

এদিকে কয়েকদিন আগে গুগল জানায়, দেব-রুক্সিণী বিয়ে ৩ বছর আগেই সেরেছেন। সন্তানও রয়েছে। ঘটনাটি যে মিথ্যা সে কারও বুঝতে বাকি ছিল না। বিষয়টি নিয়ে মজা করেছিলেন স্বয়ং দেবও। তবে চুপ ছিলেন রুক্সিণী। এবার মুখ খুললেন। 

এক সাক্ষাৎকারে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগনি। যেহেতু ‘আমাইরা’-র সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।

আনুষ্ঠানিক বিয়েটা কবে করবেন? জবাবে অভিনেত্রী বলেন, যে বছর মিডিয়া স্পেকুলেট করবে না, বোধহয় সেই বছর বিয়েটা করে নেব। আর আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছ কেন? দেখো যেদিন মনে হবে আই অ্যাম রেডি টু গেট ম্যারেড, করে নেব। আমি কিন্তু বিয়েতে বিশ্বাসী। এবং বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। আর আমার মনে হয় কমিটমেন্ট বেশি জরুরি। আজকাল অনেক বিয়েতেই দেখি, বিয়ে টিকে

আছে, কিন্তু কমিটমেন্ট নেই। তাই আমাদের কমিটমেন্ট থাকুক, বাকিটা ক্রমশ প্রকাশ্য। মুক্তি পেয়েছে রুক্সিণীর ছবি ‘বুমেরাং’। এতে তার বিপরীতে দেখা গেছে টলিউড সুপারস্টার জিৎকে। ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গেছে রুক্সিণী।