দুই মাসের মাথায় হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হওয়ার পর হামলার শিকার হলেন নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামলাকারীরা যুবলীগ নেতার দুই পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রগ কেটে মারাত্মক ভাবে জখম করেছে। গুরুতর জখম অবস্থায় সোমবার রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সোমবার সন্ধ্যার পর শহরের কান্দিভিটুয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার সময় হাসানুর রহমান হাসু বলেন, নিজ বাড়ি থেকে বের হয়ে নাটোর শহরের হেমাঙ্গিনী ব্রিজ এলাকায় আসেন। এসময় নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রোকনুজ্জামান হিরোর অনুসারী রাব্বির নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়।
নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, যুবলীগ নেতা হাসু শনিবার একটি হত্যা মামলায় জামিনে কারাগার থেকে বের হয়েছেন। ওই হত্যা মামলার ঘটনার জের ধরেই এ হামলার ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতার করতে অভিযান চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
স্থানীয়রা জানান, নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ডের মল্লিকহাটি ঘোষপাড়ার রাস্তার পাশের ড্রেন নির্মাণ কাজের কোটি টাকার ভাগ বাটোয়ারা নিয়ে গত ১৬ এপ্রিল দুপুরে নাটোর পৌরসভা কার্যালয়ের ভেতরে দুই পক্ষের সংঘর্ষে শিহাব হোসেন শিশির (২৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। এসময় একই ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাসানুর রহমান হাসু (৩৫) এর বাম হাতের কব্জি থেকে কেটে নেয় দুর্বৃত্তরা। শহরের মল্লিকহাটি এলাকার মোজাহার আলী মুন্নার ছেলে শিহাব হোসেন শিশিরকে হত্যার পর ঘটনাস্থল থেকেই নাটোর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান হিরো এবং হাসানুর রহমান হাসুকে আটক করে পুলিশ। আটকের দুই মাস পাঁচদিন পর যুবলীগ নেতা হাসু কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে আসার পর আবারও পালটা হামলার ঘটনা ঘটল।