রবিবার, জুলাই ১৩, ২০২৫
 শিরোনাম
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শুল্ক আলোচনা অব্যাহত থাকবে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : আইজিপি দেশের চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর গাছ লাগাতে হবে : পরিবেশ উপদেষ্টা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে সরকার সেনাবাহিনীর সম্পৃক্ততার কথা ভাবছে : উপদেষ্টা ফারুক ই আজম ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত সিরাজগঞ্জে যমুনায় বাড়ছে পানি, বিপাকে নদী পাড়ের মানুষ মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে সন্দেহভাজন ৫ জন গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাবিতে কনসার্ট ও ড্রোন শো গৌরবময় অবদানের জন্য কোস্টগার্ডকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান স্মরণে ডিএসসিসি’র মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড

ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরমেন্সে শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়ালো আয়ারল্যান্ড। গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ড ৬৯ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ফলে ২-১ ব্যবধানে সিরিজ হারলো আয়ারল্যান্ড।
এনিয়ে দ্বিতীয়বার ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে হারলো আয়ারল্যান্ড। প্রথমবার ২০২১ সালে ডাবলিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে জিতেছিলো আইরিশরা।
আবু ধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ১৪০ বলে ১০১ রান করার পর ওপেনার এন্ডি বলবির্নি ৪৫ রানে থামলেও ওয়ানডেতে ৩০তম হাফ-সেঞ্চুরি তুলে নেন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং। দ্বিতীয় উইকেটে কার্টিস ক্যাম্ফারের সাথে ৫৮ রানের জুটিও গড়েন আইরিশ দলনেতা।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৮ রানে আউট হন স্টার্লিং। ৯২ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি।
দলীয় ১৭৯ রানে স্টার্লিং ফেরার পর আয়ারল্যান্ডকে সামনে নিয়ে গেছেন হ্যারি টেক্টর। তার হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ৪টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬০ রান করেন টেক্টর। লিজাড উইলিয়ামস ৫৬ রানে ৪ উইকেট নেন।
২৮৫ রানের টার্গেটে খেলতে নেমে আয়ারল্যান্ডের বোলিং তোপে ৭৯ রানে ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মিডল অর্ডারে জেসন স্মিথ এক প্রান্ত আগলে লড়াই করলেও, বড় কোন জুটি পায়নি প্রোটিয়ারা। ফলে ৪৬.১ ওভারে ২১৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।
ছয় নম্বরে নেমে ৯টি চার ও ৪টি ছক্কায় ৯৩ বলে ৯১ রান করেন স্মিথ। ২ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি প্রথম হাফ-সেঞ্চুরি স্মিথের। গ্রাহাম হুম ও ক্রেইগ ইয়ং ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আয়ারল্যান্ডের স্টার্লিং এবং সিরিজ সেরা হন দক্ষিণ আফ্রিকার লিজাড উইলিয়ামস।
ওয়ানডের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ করেছিলো দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড।