মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫
 শিরোনাম
অভ্যন্তরীণ বা বৈদেশিক শক্তি নির্বাচনে বাধা দিতে পারবে না: শফিকুল আলম অপরাধীদের কোন ছাড় হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা আচরণবিধি ভাঙলে প্রার্থিতা বাতিল গুজব ও বিভ্রান্তি রোধে বিশেষ সাইবার সেল কার্যক্রম শুরু আইবাস সিস্টেমে সরকারি চাকরিজীবীদের জন্য আয়কর কর্তনের নির্দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সুপ্রিম কোর্টের রায় ২০ নভেম্বর ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বড় অর্জন: শিক্ষা উপদেষ্টা হাসিনাসহ ২৮৬ আসামির রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে অঙ্গীকার করল বাংলাদেশ ও মালয়েশিয়া ব্যালট পেপার ছাপার জন্য কেপিএম থেকে কাগজ নিচ্ছে ইসি

ব্যালট পেপার ছাপার জন্য কেপিএম থেকে কাগজ নিচ্ছে ইসি

ব্যালট পেপার ছাপার জন্য কেপিএম থেকে কাগজ নিচ্ছে ইসি

আসন্ন সংসদ নির্বাচনের ব্যালট ছাপাতে রাঙ্গামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলস লিমিটেড (কেপিএম) থেকে কাগজ কিনছে নির্বাচন কমিশন (ইসি)।  

বিসিআইসির কাগজ উৎপাদনকারী এ প্রতিষ্ঠান থেকে নির্বাচন কমিশন ৯১৪.০০৯ টন কাগজ কিনছে যার বাজার মূল্য প্রায় ১১ কোটি টাকা। ইতোমধ্যে ১৭৮.০০৯ টন কাগজ সরবরাহ হয়েছে। অবশিষ্ট ৭৩৬ টন কাগজ ধাপে ধাপে উৎপাদন করে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে সরবরাহ করা হবে।

তথ্য নিশ্চিত করেছেন কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ্। তিনি জানান, চলতি ২০২৫-২০২৬ অর্থ বছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪.০০৯ টন কাগজের অর্ডার পাওয়া গেছে।

নির্বাচন কমিশন ছাড়াও বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে। যার বাজার মূল্য প্রায় ৩৭ কোটি ৩৩ লাখ টাকা।

এদিকে কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক দপ্তর থেকে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে কেপিএম এর কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩ হাজার ৫০০ টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০ থেকে ৪৫ কোটি টাকা। বর্তমানে কারখানায় উৎপাদন চলমান রয়েছে।